ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি বান্দরবান শাখার উদ্যাগে শীতবস্ত্র বিতরণ

প্রকাশঃ ০৯ জানুয়ারী, ২০২৫ ০৩:৩১:৫৭ | আপডেটঃ ১০ জানুয়ারী, ২০২৫ ১০:৩২:১১
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। তীব্র শীতে কষ্ট পাওয়া বান্দরবানের গরীব ও অসহায় ৫শত পরিবারের হাতে শীতবস্ত্র তুলে দিয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি বান্দরবান শাখা।

৮জানুয়ারী (বুধবার) সন্ধ্যায় ব্যাংকটির বান্দরবান শাখায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই শীতবস্ত্র গরীব ও অসহায়দের প্রদান করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো.নজরুল ইসলাম।

এসময় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি বান্দরবান শাখার শাখা প্রধান সাইফুল ইসলাম রাজন,বান্দরবান পার্বত্য জেলা পরিষদের হিসাব ও নিরীক্ষা কর্মকর্তা মো:ওসমান গণি চৌধুরী, এনটিভির জেলা প্রতিনিধি মো.আলাউদ্দিন, প্রেসক্লাবের নির্বাহী সদস্য কৌশিক দাশ,সদস্য রাহুল বড়–য়া সহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

শীতবস্ত্র প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো.নজরুল ইসলাম বলেন, প্রতিবছর ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি বান্দরবান শাখার উদ্যাগে গরীব ও অসহায়দের কল্যাণে এই শীতবস্ত্র প্রদান করে আসছে আর এই শীতবস্ত্র বান্দরবানের গরীব ও অসহাদের অনেক উপকার হয়। এসময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা আগামীতেও এই আয়োজন অব্যাহত রাখার জন্য ব্যাংক কর্তৃপক্ষের কাছে আহবান জানান।

এসময় ব্যাংকে উপস্থিত ৫শত গরীব,অসহায় ও শীতার্থ পরিবারের হাতে শীতবস্ত্র তুলে দেন অতিথিরা।