রাঙামাটির কাউখালীতে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রকাশঃ ০৬ জানুয়ারী, ২০২৫ ০৮:৩৫:১৯ | আপডেটঃ ০৯ জানুয়ারী, ২০২৫ ০১:৩৫:৩৩

সিএইচটি টুডে ডট কম, কাউখালী (রাঙামাটি)। বর্ণাঢ্য  র‌্যালি আলোচনা সভার মধ্য দিয়ে রাঙামাটির কাউখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি পালন করে কাউখালী ছাত্রদল।


আজ দুপুরে কাউখালি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তারেক হাসান এর সভাপতিত্বে, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো: রাসেল যুগ্ম আহ্বায়ক ফিরোজ মাহমুদ সঞ্চালনায় আলোচনা সভায় উদ্বোধক ছিলেন,রাঙামাটি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমন, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কাউখালি উপজেলা বিএনপি সভাপতি মোঃ জাহাঙ্গির হোসেন, বিশেষ অতিথি ছিলেন, কাউখালি উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব,  সাংগঠনিক সম্পাদক আবু বক্কর তারা মিয়া, প্রধান বক্তা ছিলেন,রাঙামাটি জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি  হেলাল উদ্দিন।

 

আলোচনা সভায় বক্তারা বলেন, ছাত্র-জনতার আন্দোলনের ফলে নতুন বাংলাদেশ সৃষ্টি হয়েছে। এই নতুন বাংলাদেশ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নিয়ে সবুজ শ্যামলা উন্নয়নশীল দেশ হিসেবে গড়তে ছাত্রদের অগ্রনী ভুমিকা পালন করতে হবে।নতুন বাংলাদেশে নতুন প্রত্যয়ে ছাত্রদল এগিয়ে নেয়ার আহব্বান জানান।


 অনুষ্ঠান শুরুতে জাতীয় পতাকা দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসুচি শুরু হয়৷ অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আনন্দে মেতে উঠেন ছাত্রদল সহ সকল বিএনপি অঙ্গসংগঠনের নেতার্কমীরা।