লংগদুতে জুলাই- আগষ্ট বিপ্লবে আহত ছাত্রকে জামায়াতের সহায়তা

প্রকাশঃ ২৯ ডিসেম্বর, ২০২৪ ০৫:০৯:৫৪ | আপডেটঃ ০৪ জানুয়ারী, ২০২৫ ০৫:২১:১৯

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। দেশে ফ্যাসিস্ট সরকার বিরোধী জুলাই- আগষ্ট বিপ্লবে আহত ছাত্র আমান উল্লাহ আমানকে চিকিৎসার জন্য আর্থিক ৩০ হাজার টাকা সহায়তা প্রদান করেছে জামায়াতে ইসলাম।

 

রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে লংগদু উপজেলার ভাসান্যাদম ইউনিয়ন পরিষদ মাঠে তাকে আর্থিক সহায়তা তুলে দেন, জামায়াতে ইসলাম রাঙামাটি জেলার আমির অধ্যাপক আব্দুল আলীম।

 

আমির এসময় বলেন, ফ্যাসিস্ট বিদায় নিয়েছে।  ছাত্রদের রক্তের বিনিময়ে আমরা  স্বাধীন নতুন বাংলাদেশ পেয়েছি। ছাত্রদের দাবি ছিলো সকল বৈষম্য দূর করা। জামায়াতে ইসলাম সকল বৈষম্যর বিরোধী। আগামীতে বৈষম্যহীন, শান্তি, সম্প্রতি বাংলাদেশ বিনির্মাণে জামায়াতে ইসলাম কাজ করবে বলে জানান তিনি।

 

আহত ছাত্র আমান উল্লাহ আমান বলেন, জীবন বাজি রেখে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করেছি। আন্দোলন করতে গিয়ে নিজের দুই চোখ হারিয়েছি। এরপর শান্তি লাগছে ফ্যাসিস্ট বিদায় নিয়েছে, আমরা বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ পেয়েছি।

 

এসময় জামায়াতে ইসলামী রাঙামাটি জেলার নায়েবী আমির মাও: মো. জাহাঙ্গীর আলম, সেক্রেটারী মো. মনছুরুল হক, জামায়াতে ইসলামী লংগদু উপজেলার আমির মাও: মো. নাছির উদ্দীন, উপজেলার শুরা কর্মপরিষদ সদস্য মাও: এল এম সিরাজুল ইসলাম, সহকারী সেক্রেটারী মাও: মো. শিহাব উদ্দীন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. মঞ্জুরুল হক, বগাচত্তর ইউনিয়নের আমির ডা: মো. ছিদ্দিকুর রহমান খোকনসহ অন্যান্যরা।