বান্দরবানে চুরির মামলার আসামী গ্রেফতার , স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধার

প্রকাশঃ ২৩ ডিসেম্বর, ২০২৪ ০৬:৪৮:৪৫ | আপডেটঃ ২৪ ডিসেম্বর, ২০২৪ ০৫:০৭:০০
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানে চাঞ্চল্যকর চুরির মামলার আসামীকে গ্রেফতার করে চোরের কাছ থেকে স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল উদ্ধার করেছে পুলিশ।

২৩ ডিসেম্বর (সোমবার) দুপুরে বান্দরবান জেলা পুলিশ আয়োজিত পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন বান্দরবানের পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ কাওছার।

এসময় পুলিশ সুপার জানান, বান্দরবানে চাঞ্চল্যকর চুরির মামলায় মংবোয়াই এর ছেলে মংহাসিং মার্মা প্রকাশ মনাইয়্যা (২০) নামে বান্দরবান সদরের মধ্যম পাড়া ৪নং ওয়ার্ড এর যুবককে গ্রেফতার করেছে পুলিশ আর তার কাছ থেকে ২টি স্বর্ণের বালা, ৩টি স্বর্ণের চেইন, ৭টি স্বর্ণের আংটি, ৩ জোড়া স্বর্ণের কানের দুলসহ সর্বমোট ৬  ভরি ৬আনা ৫রতি ৭পয়েন্ট স্বর্ণের গহনা উদ্ধার করা হয়েছে। এসময় তার কাছ থেকে ১টি এনড্রোয়েড মোবাইল ফোন ও অন্যান্য আলামত উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ কাওছার আরো জানান, মেথুইচিং মার্মা (৩৬) নামে বান্দরবান সদরের উজানী পাড়ার এক নারী তার বাড়ীতে চুরির ঘটনা উল্লেখ করে বান্দরবান সদর থানায় গত ২০ডিসেম্বর একটি মামলা দায়ের করে। আর মামলার পরপরই বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদ পারভেজ এবং মামলার তদন্তকারী অফিসার এস আই মো. নূরে আলম ফোর্সসহ এক আভিযানিক টিম গঠন করে অভিযান পরিচালনার জন্য সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করে এবং ২৩ডিসেম্বর সকালে বান্দরবান সদরের মারমা বাজার থেকে মংহাসিং মার্মা প্রকাশ মনাইয়্যাকে গ্রেফতার করে। আসামীর কাছ থেকে চোরাইকৃত স্বর্ণলংকারসহ অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে বলে জানান পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ কাওছার।

সংবাদ সম্মেলনে বান্দরবানের পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ কাওছার, অতিরিক্ত পুলিশ সুপার হোছাইন মোহাম্মদ রায়হান কাজেমী, বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাসুদ পারভেজ, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।