এফপিএবি’র উদ্যোগে নির্যাতিত গর্ভকালীন মহিলাদের আর্থিক অনুদান প্রদান

প্রকাশঃ ২৩ ডিসেম্বর, ২০২৪ ০৬:২০:০০ | আপডেটঃ ২৪ ডিসেম্বর, ২০২৪ ১২:২০:৪৩
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। “হতদরিদ্রদের গর্ভকালীন নির্যাতন প্রতিরোধ ও নিরাপদ প্রসব সহযোগিতা প্রকল্পের” আওতায় নির্যাতিত গর্ভকালীন মহিলাদের আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। 

সোমবার (২৩ ডিসেম্বর) সকালে এফপিএবি রাঙামাটি শাখা মিলনায়তনে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- রাঙামাটি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল এরশাদ হোসেন চৌধুরী পিএসসি। 

এফপিএবি রাঙামাটি শাখার সভাপতি সাহিদা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, প্রবীণ সাংবাদিক দৈনিক গিরিদর্পণ সম্পাদক আলহাজ্ব একেএম মকছুদ আহম্মেদ, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক রূপনা চাকমা। 

হতদরিদ্রদের গর্ভকালীন নির্যাতন প্রতিরোধ ও নিরাপদ প্রসব সহযোগিতা সম্পর্কিত মূল প্রতিবেদন উপস্থাপন করেন- এফপিএবি রাঙামাটি শাখার মেডিকেল অফিসার ও জেলা কর্মকর্তা ডাঃ ক্যয়েং চাক। এসময় এফপিএবি’র আজীবন সদস্যদের পাশাপাশি অন্যান্য অতিথি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন। 

আলোচনা সভার পর জাতীয় সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে ৭জন ও রাঙামাটি সদর জোন কমান্ডারের পক্ষ থেকে ১০জনসহ মোট ১৭জন গর্ভবতী মহিলাদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়। অনুষ্ঠানের পর রাঙামাটি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল এরশাদ হোসেন চৌধুরী পিএসসি এফপিএবি কার্যালয়ে চলাচলের নির্মানাধীন ব্রীজ পরিদর্শন সহ বিভিন্ন ফ্যাসিলিটি পরিদর্শন করেন।