সাদ পন্থিদের নিষিদ্ধের দাবীতে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সামাবেশ

প্রকাশঃ ২২ ডিসেম্বর, ২০২৪ ০৫:১৭:৩২ | আপডেটঃ ২৩ ডিসেম্বর, ২০২৪ ১২:১১:১২
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। দেশে অরাজকতা সৃষ্টির লক্ষ্যে টঙ্গীতে বিশ্ব ইজতেমার মাঠে ঘুমন্ত মুসল্লিদের ওপর হামলা, হত্যা ও শীর্ষস্থানীয় আলেমদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা, ইজতেমা মাঠ দখলের পাঁয়তারা এবং সাদ পন্থিদের নিষিদ্ধের দাবীতে বিক্ষোভ মিছিল ও সামাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

রোববার সকালে পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদ ও সর্বস্তরের তৌহিদী জনতার ব্যনারে ফিসারী ঘাট জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা প্রাঙ্গণে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদের সভাপতি মাওলানা হাজী শরিয়ত উল্লাহ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আবু বক্কর সিদ্দীক এবং সহ-সভাপতি মাওলানা মাজহারুল ইসলামের সঞ্চালনায়- ওলামা পরিষদের সহ-সভাপতি মাওলানা মো. শোয়াইব, সহ-সাধারণ সম্পাদক মুফতি মো. ওমর আলী, সাংগঠনিক সম্পাদক মুফতি শামসুল আলম, তথ্য বিষয়ক সম্পাদক খলিল উল্লাহ, সদস্য- মুফতি রহমত উল্লাহ, মুফতি শিয়াব উদ্দিন, মাওলানা ইমাম উদ্দিন ও মাওলানা আব্দুর রহমান সহ ওলামায়ে ক্বেরামগণ উপস্থিত ছিলেন। 

এসময় বক্তারা বলেন- একজন মুসলমান কখনো ওলামায়ে কেরামের গায়ে হাত তুলতে পারে না। অন্তবর্তী সরকারের ভাবমূর্তি নষ্ট করতে সাদ পন্থীরা টঙ্গীতে বিশ্ব ইজতেমার মাঠে ঘুমন্ত মুসল্লিদের ওপর হামলা, হত্যা ও শীর্ষস্থানীয় আলেমদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা এবয় ইজতেমা মাঠ দখলের পাঁয়তারা করেছে। এর আগে ২০১৮সালেও তারা ইজতেমায় হামলা চালিয়েছিলো কিন্তু তৎকালীন সরকার তাদের বিচারের আওতায় আনেনি। বক্তারা আরো বলেন, সাদ পন্থীরা ‘র’ এবং মোসাদের প্রেসকিপশন বাস্তবায়ন করছে। তাই এদের নিষিদ্ধ করতে হবে এবং রাঙামাটিসহ সারাদেশে সাদ পন্থীদের কার্যক্রম বন্ধ করতে হবে।