প্রকাশঃ ২২ ডিসেম্বর, ২০২৪ ০৫:১৬:১১
| আপডেটঃ ২৩ ডিসেম্বর, ২০২৪ ০৩:২১:৪৪
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। গরীব ও অসহায় রোগীদের হাসপাতালে যাতায়াতের সুবিধার্থে ও বান্দরবানবাসীর ভোগান্তী কমাতে “ নাগরিক সেবা ” নামে একটি অ্যাম্বুলেন্স চালু করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মজিবর রহমান।
রবিবার (২২ ডিসেম্বর) দুপুরে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের রেস্ট হাউস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে অ্যাম্বুলেন্সটির উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।
এসময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই বান্দরবানবাসীর সেবায় ব্যক্তি উদ্যোগে নতুনভাবে তৈরিকৃত ও সুলভমুল্যে রোগীদের বহনের জন্য এমন একটি অ্যাম্বুলেন্স সেবা চালুর জন্য পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মজিবর রহমানকে ধন্যবাদ জানান এবং সমাজের সকল সামর্থ্যবানদের এই ধরণের মানবিক কাজে এগিয়ে আসার আহবান জানান।
এসময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মজিবর রহমান, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য মো.আবুল কালাম, মো.নাছির উদ্দিন, মাধবী মারমা,খুরশিদা ইসহাক, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ বিভিন্ন সরকারী দফতরের উর্ধতন কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মজিবর রহমানের সার্বিক তত্বাবধানে বান্দরবানবাসীর স্বাস্থ্য সেবার জন্য অ্যাম্বুলেন্সটি ব্যবহার করা হবে আর গরীব ও অসহায় রোগীরা এটি ব্যবহার করে সুলভমুল্যে বান্দরবান থেকে দেশের যেকোনো প্রান্তে উন্নত চিকিৎসা করার জন্য যাওয়া-আসার সুযোগ পাবে দিন-রাত ২৪ ঘন্টা।