পার্বত্য চট্টগ্রামে শান্তি শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে সেনাবাহিনী

প্রকাশঃ ২১ ডিসেম্বর, ২০২৪ ০৯:৪৩:১৫ | আপডেটঃ ২২ ডিসেম্বর, ২০২৪ ০১:২৩:২৬

সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। পার্বত্য চট্টগ্রামের শান্তি শৃঙ্খলা রক্ষায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী , শুধু তাই নয়, দেশের সার্বভৌমত্ব জাতীয় পতাকার সম্মান রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী বদ্ধপরিকর।

 

শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে বান্দরবার সেনা জোন মাঠে আয়োজিত সদর দপ্তর ৬৯ পদাতিক ব্রিগেড এর ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে এমন মন্তব্য করেন ৬৯ পদাতিক বিগ্রেডের  কমান্ডার মেহেদী হাসান।

 

এসময় তিনি বলেন, বান্দরবান একটি সম্প্রীতির জেলা। জেলায় ১১ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ ১২ সম্প্রদায়ের সহাবস্থান। সম্প্রীতি রক্ষায় দীর্ঘদিন ধরে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে, ধারা আগামীতেও অব্যাহত রাখতে সকলের একসাথে কাজ করতে হবে। 

 

অনুষ্ঠানে পার্বত্য জেলা পরিষদ এর চেয়ারম্যান  অধ্যাপক থানজামা লুসাইজেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন, জোন কমান্ডার মাহামুদুল হাসান , অতিরিক্ত পুলিশ সুপার হোছাইন মোহাম্মদ রায়হান কাজেমীসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

 

এসময় অতিথিরা সকলে মিলে ৬৯ পদাতিক ব্রিগেডের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে কেক কাটা শেষে  প্রীতিভোজে অংশ নেন।