রাঙামাটিতে খেলাফত মজলিসের সভাপতি আবু বক্কর, সম্পাদক শামসুল আলম

প্রকাশঃ ১০ ডিসেম্বর, ২০২৪ ০৮:৪৭:০৪ | আপডেটঃ ২৫ ডিসেম্বর, ২০২৪ ১১:১১:০০

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। "খেলাফত প্রতিষ্ঠার লক্ষে গণ আন্দোলন গড়ে তুলুন" প্রতিপাদ্যে বাংলাদেশ খেলাফত মজলিস রাঙামাটি পার্বত্য জেলা শাখার আয়োজনে দাওয়াতি মজলিস যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার সকালে মানিকছড়ির আজিজিয়া সুলতানুল উলুম মাদরাসায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব শায়খুল হাদীস আল্লামা জালালুদ্দীন আহমদ। প্রধান আলোচক ছিলেন- কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী। বিশেষ অতিথি ছিলেন- কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু সাঈদ নোমান কেন্দ্রীয় উচ্চতর পরিষদ সদস্য মাওলানা শরীফুজ্জামান জসীম।

রাঙামাটি জেলার সভাপতি মাওলানা আবু বক্কর সিদ্দীকের সভাপতিত্বে স্থানীয় ওলামায়ে ক্বেরামগণ উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব শায়খুল হাদীস আল্লামা জালালুদ্দীন আহমদ, মাওলানা আবু বক্কর সিদ্দীককে সভাপতি, মুফতি সামসুল আলমকে সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহিমকে সাংগঠনিক সম্পাদক করে ২১সদস্য বিশিষ্ট রাঙামাটি জেলা কমিটি ঘোষণা করা হয়।

 

এছাড়াও হাফেজ নুরুল আমিনকে আহবায়ক মাওলানা মুবিন উল্লাহ কে সদস্য সচিব করে সদস্য বিশিষ্ট শ্রমিক মজলিসের কমিটি ঘোষণা করা হয়।

 

পরে প্রধান অতিথি নবগঠিত কমিটির সকলকে শপথ বাক্য পাঠ করান।