কাউখালীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

প্রকাশঃ ০৯ ডিসেম্বর, ২০২৪ ০৮:৫৯:২৩ | আপডেটঃ ২৬ ডিসেম্বর, ২০২৪ ১২:১৭:০১

সিএইচটি টুডে ডট কম, কাউখালী (রাঙামাটি)।  দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতাএই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ কাউখালীতে পালিত হয়েছেআন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৪


কাউখালী উপজেলা প্রশাসন উপজেলা দুর্নীতি বিরোধী কমিটির উদ্যোগে কাউখালীতে বিস্তারিত কর্মসূচীর মধ্যদিয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন করা হয়েছে। উপলক্ষে জাতীয় দুদুক পতাকা উত্তোলন, মানববন্ধন আলোচনা সভা অনুষ্টিত হয়। কাউখালী উপজেলা পরিষদ অডিটরিয়াম প্রাঙ্গনে জাতীয় দুদুক পতাকা উত্তোলন শেষে এক মানববন্ধন অনুষ্টিত হয়।


মানববন্ধন শেষে এক আলোচনা সভা দুদুক সভাপতি আলী আহমেদ সভাপতিত্বে অনুষ্টিত হয়। এতে উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাহাব উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিকুর রহমান। সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন কাউখালী কৃষি কর্মকর্তা মোঃ রাসেল সরকার উপজেলা শিক্ষা কর্মকর্তা মানস মুকুর চাকমা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফজলুল হক,দুর্নিতী প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক মোঃ সানাউল্যা প্রমুখ।