প্রকাশঃ ০৬ ডিসেম্বর, ২০২৪ ০৬:৩৭:০৭
| আপডেটঃ ২৬ ডিসেম্বর, ২০২৪ ০৪:৪৯:১৮
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’- এই শ্লোগানে প্রজাপতি সংরক্ষণ ও গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দিনব্যাপী প্রজাপতি মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলায় প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান রাখায় বন ও প্রকৃতিবিষয়ক সংগঠন ‘প্লানটেশন ফর নেচারের’ প্রতিষ্ঠাতা রাঙামাটির প্রকৌশলী সবুজ চাকমাকে ‘বাটারফ্লাই অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে।
শুক্রবার ( ৬ ডিসেম্বর ) বেলা ১১টায় জাবির জহির রায়হান মিলনায়তনের সামনে ১৪তম প্রজাপতি মেলার উদ্বোধন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান। জাবির প্রাণিবিদ্যা বিভাগের কীটতত্ত্ব শাখা এই মেলার আয়োজন করে। এছাড়াও মেলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী মো. সাব্বির আহমেদকে ‘বাটারফ্লাই ইয়াং ইনথুসিয়াস্ট অ্যাওয়ার্ড’ এবং আরও তিনজনকে বাটারফ্লাই মিডিয়া অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রজাপতি মেলা ২০২৪ এর আহ্বায়ক এবং বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মনোয়ার হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
‘বাটারফ্লাই অ্যাওয়ার্ড’ বিজয়ী সবুজ চাকমা সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর রাঙামাটি বিভাগের নির্বাহী প্রকৌশলী ও রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার কৃতী সন্তান। পদক অর্জন প্রসঙ্গে জানতে চাইলে সবুজ চাকমা বলেন, ‘এই অ্যাওয়ার্ড অর্জনে আমি অত্যন্ত অনুপ্রাণিত, আনন্দিত ও আবেগাপ্লুুত। আমি কখনোই পদক পাওয়ার জন্য কাজ করিনি বরং প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণে নিজের দায়বদ্ধতা থেকেই প্রতিনিয়ত কাজ করছি।’
দিনব্যাপী এ মেলা জীবন্ত প্রজাপতি প্রদর্শন, প্রজাপতিবিষয়ক ছবি আঁকা, কুইজ প্রতিযোগিতা, প্রজাপতি বিষয়ক আলোকচিত্র প্রদর্শনী ও আলোকচিত্র প্রতিযোগিতা, প্রজাপতির হাট দর্শন, প্রজাপতির আদলে ঘুড়ি উড়ানো, বারোয়ারী বির্তক প্রতিযোগিতা, প্রজাপতি চেনা প্রতিযোগিতা এবং প্রজাপতি বিষয়ক ডকুমেন্টারি প্রদর্শনের মধ্য দিয়ে শেষ হয়েছে।