জেলা প্রশাসককে বীর মুক্তিযোদ্ধাদের বিদায় সংবর্ধনা

প্রকাশঃ ০৫ ডিসেম্বর, ২০২৪ ০৬:০২:০২ | আপডেটঃ ২৬ ডিসেম্বর, ২০২৪ ০৫:৪৯:০৯
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খানকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে রাঙামাটি মুক্তিযোদ্ধা সংসদ। 

সকালে জেলা প্রশাসকের কক্ষে রাঙামাটিতে বসবাসকারী  বীর মুক্তিযোদ্ধাদের জন্য অসামান্য অবদান রাখায় সম্মাননা স্মারক হিসেবে বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। 

সংবর্ধনায় বীর মুক্তিযোদ্ধারা বলেন, বীর মুক্তিযোদ্ধাদের কল্যানে আপনার সকল কাজ কৃতজ্ঞতায় স্মরণ করি। একইসাথে ব্যক্তিগত ও পেশাগত জীবনে জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খানের সাফল্য কামনা করা হয়। 

এসময়ে রাঙামাটি মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন চৌধুরী, ডেপুটি কমান্ডার শুক্কর আহমেদ তালুকদার নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধাগণ ও রাঙামাটি মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক সৈকত রঞ্জন চৌধুরী উপস্থিত ছিলেন।