কাল থেকে রাঙামাটির সাজেকে আবারো পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে প্রশাসন

প্রকাশঃ ০৩ ডিসেম্বর, ২০২৪ ০৯:২০:২২ | আপডেটঃ ০৫ ডিসেম্বর, ২০২৪ ১২:২৩:১১
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। কাল ৪ ডিসেম্বর রাঙামাটির অন্যতম পর্যটন কেন্দ্র বাঘাইছড়ির সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার  (৩ ডিসেম্বর) রাঙামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) জোবাইদা আক্তারের সই করা এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ও তার পার্শ্ববর্তী এলাকার আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি এবং এ সকল এলাকায় পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে আগামী ৪ ডিসেম্বর (বুধবার) সাজেক পর্যটনকেন্দ্রে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করা হলো। ইহা সকলের অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিনভর সাজেক ইউনিয়নের মাচালং ব্রিজ পাড়ায় পাহাড়ের বিবাদমান দুই আঞ্চলিক দলের মধ্যে 'বন্দুকযুদ্ধের' ঘটনা ঘটেছে। এ অবস্থায় পর্যটকদের নিরাপত্তা বিবেচনায় মূলত বুধবার সাজেক যেতে না করছে প্রশাসন।

এর আগে  গত  ১৯ ও ২০ সেপ্টেম্বর খাগড়াছড়ি ও রাঙামাটিতে সহিংসতার ঘটনায়  ২৫ সেপ্টেম্বর  হতে দফায় দফায় সাজেক পর্যটন কেন্দ্রে পর্যটকদের ভ্রমনে নিরুৎসাহিত করা করে স্থানীয় জেলা প্রশাসন। পরে ১লা নভেম্বর থেকে রাঙামাটি সকল পর্যটন কেন্দ্র থেকে নিষেধাজ্ঞা তোলে নেয়া হয়।