জুরাছড়িতে জাতীয় পর্যায়ের চ্যাম্পিয়ন কাবাডি দলকে সংবর্ধনা দিয়েছে সেনা জোন

প্রকাশঃ ০২ ডিসেম্বর, ২০২৪ ০৯:৩৪:১২ | আপডেটঃ ০৪ ডিসেম্বর, ২০২৪ ১১:০৪:৪৮
সিএইচটি টুডে ডট কম,  জুরাছড়ি (রাঙামাটি)। পাহাড়ে এখনো একটা ক্রিটিক্যাল কন্ডিশেন আমরা পার করছি। আশা করা যায়  এই ক্রিটিক্যাল কন্ডিশেন খুবই তারাতারি কাটিয়ে যাবে। পাহাড়ি বাঙালিদের মধ্যে একটা ঐক্য থাকবে।

সোমবার (২ডিসেম্বর) রাঙামাটি জুরাছড়ি  সেনাবাহিনী  জোনের উদ্যোগে ৫১ তম গ্রীষ্মকালিন বাংলাদেশ স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগীতায় জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন নারী কাবাডি দলকে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে জোন অধিনায়ক লেফটেন্যান্ট  কর্ণেল মোঃ কামরুল হাসান পিএসসি একথা বলেন।

যক্ষা বাজার সেনা ক্যাম্পে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে জোন উপ অধিনায়ক  মেজর মোঃ নাজমুল হক, যক্ষা বাজার ক্যাম্প অধিনায়ক ক্যাপ্টেন মুহাম্মদ সিফাত রায়হান, জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ইমন চাকমা, বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা, মৈদং ইউপি চেয়ারম্যান সাধনা নন্দ চাকমা, উপজেলা প্রকৌশলী মোঃ আকমল হক, ভুবন জয় সরকারি উচ্চ বিদ্যালয়ের ক্রিড়া শিক্ষক শান্তি ময় চাকমা,  রির্সোস সেন্টারের ইন্সেট্রাক্টটর মোঃ মরশেদুল আলম, এরাইছড়ি মৌজার হেডম্যান রিতেশ চাকমা, কার্বারী রিটেন চাকমাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

এ সময় জোন অধিনায়ক আরো বলেন,জাতিসত্তা ঐতিহ্য রক্ষাসহ পাহাড়িদের অধিকার আদায়ের জন্য যত কিছু করা দরকার বাংলাদেশ সরকারের যে ভাবে সাহায্য করা প্রয়োজন সেনাবাহিনী সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।

পরে তিনি কাবাডি খেলোয়ার, কোর্স, প্রশিক্ষকদের ক্রেষ্ট, স্যাটিফিকেট ও শিক্ষা সামগ্রী বিতরন করেন। এছাড়া ভুবন জয় সরকারি উচ্চ বিদ্যালয়কে একটি ক্রেষ্ট প্রদান করা হয়।