পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের আন্তরিকতা প্রয়োজন

প্রকাশঃ ০১ ডিসেম্বর, ২০২৪ ০৮:১২:৫৯ | আপডেটঃ ০৪ ডিসেম্বর, ২০২৪ ১১:২২:৩০

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়ায় জুম্ম জাতি সরকারের প্রতি আস্থা হারাচ্ছে। সরকারকে দ্রুত চুক্তির অবশিষ্ট ধারা গুলো বাস্তবায়নে রোডম্যাপ প্রকাশ করার আহ্বান জানান পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি এমএন লারমার নেতৃবৃন্দ।


রোববার বিকেলে খাগড়াছড়ি শহরের কোর্ট বিল্ডিং এলাকায় পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৭ বছর পূর্তি উপলক্ষে প্রতিবাদ সমাবেশে বক্তারা এসব কথা বলেন।


২৭ বছরেও পার্বত্য চট্টগ্রাম চুক্তির মৌলিক ধারা সমূহ অবাস্তবায়িত রেখে সরকার জুম্ম জাতির সাথে তামাশা করছে উল্লেখ করে বক্তারা বলেন, চুক্তি বাস্তবায়নকে বাধাগ্রস্ত করতে একটি পক্ষ ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে পাহাড়ের মানুষ রুখে দাঁড়াতে প্রস্তুত জানিয়ে সরকারকে পূর্ণাঙ্গ বাস্তবায়নে আন্তরিক হওয়ার আহ্বান জানান।


পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির কেন্দ্রীয় সভাপতি জ্ঞান প্রিয় চাকমার সভাপতিত্বে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি খাগড়াছড়ি জেলা কমিটির সভাপতি শোভা কুমার চাকমাসহ পার্বত্য চট্টগ্রাম যুব সমিতি, হিল উইমেন্স ফেডারেশন পাহাড়ি ছাত্র পরিষদের নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখেন।  


এর আগে জেলা শহরের মহাজন পাড়া এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রা কোর্ট বিল্ডিং এলাকায় গিয়ে শেষ হয়।