বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে সপ্তাহব্যাপী ক্রীড়া মেলার সমাপ্তি

প্রকাশঃ ০১ ডিসেম্বর, ২০২৪ ০৮:০১:০৮ | আপডেটঃ ০৫ ডিসেম্বর, ২০২৪ ১২:২৮:১৭
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বণার্ঢ্য আয়োজনে বান্দরবানে সমাপ্তি ঘটলো সপ্তাহব্যাপী ক্রীড়া মেলার। এবারের ক্রীড়া মেলায় নৌকা বাইচ, ক্রিকেট, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, ফুটবল, তৈলাক্ত বাঁশ আরোহন, রশি টানা প্রতিযোগিতাসহ নানা ধরণের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বর্ণাঢ্য এই সপ্তাহব্যাপী আয়োজনে বান্দরবানসহ ৩পার্বত্য জেলা আর পাশ্ববর্তী এলাকার বিভিন্ন ক্রীড়া প্রতিযোগীরা এই আয়োজনে অংশগ্রহণ করে জিতে নেয় নানা ধরণের পুরস্কার।

মেলার শেষ দিনে শনিবার (৩০ নভেম্বর) বান্দরবানের রাজারমাঠে বান্দরবান সম্মিলিত ক্রীড়া পরিষদের উদ্যোগে আয়োজন করা হয় সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের। শেষদিনে দিনব্যাপী অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী তৈলাক্ত বাঁশ আরোহন, মহিলাদের এ্যাথলেটিক্স এবং দড়ি টানা প্রতিযোগিতা,আর বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন বান্দরবান সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মেহেদী হাসান (এএফডব্লিউসি, পিএসসি)।

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সম্মিলিত ক্রীড়া পরিষদের প্রধান উপদেষ্টা অধ্যাপক থানজামা লুসাই এর সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে সেনাবাহিনীর জোন কমান্ডার লে: কর্ণেল এ এস এম মাহমুদুল হাসান, পুলিশ সুপার মো.শহিদুল্লাহ কাওছার, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, বান্দরবান সম্মিলিত ক্রীড়া পরিষদের সভাপতি আজহারুল ইসলাম বাবুল, সিনিয়র সহ-সভাপতি মো. রফিকুল আলম, সহ-সভাপতি নিনি প্রু, সহ-সভাপতি রাজেশ দাশ, সাধারণ সম্পাদক থুইসিং প্রু লুবুসহ পার্বত্য জেলা পরিষদের বিভিন্ন সদস্য, ক্রীড়া ব্যক্তিত্ব ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এর আগে গত ২৩নভেম্বর বান্দরবানের সাংগু নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতার মধ্য দিয়ে সপ্তাহব্যাপী ক্রীড়া মেলার উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই। সপ্তাহব্যাপী এই ক্রীড়া মেলার মাধ্যমে বান্দরবানের ক্রীড়াঙ্গন আবারোও উজ্বীবিত হয়ে উঠেছে।