লংগদু-দীঘিনালার মনের মানুষ এলাকায় আগুনে বসতঘরসহ পুড়ছে ব্যবসা প্রতিষ্ঠান

প্রকাশঃ ২৮ নভেম্বর, ২০২৪ ০৫:২০:৩২ | আপডেটঃ ২৮ নভেম্বর, ২০২৪ ১০:২০:১৩

সিএইচটি টুডে ডট কম, লংগদু (রাঙামাটি)। পার্বত্য জেলা রাঙামাটি-খাগড়াছড়ি সীমানায় লংগদু জোনের আওতাধীন দীঘিনালার মনের মানুষ এলাকায় চুলার আগুনে পুড়ছে বসতঘরসহ দুই ব্যবসা প্রতিষ্ঠান।

 

বৃহস্পতিবার ভোরে উপজেলার মেরুং ইউনিয়নের মনের মানুষ বাজারে আগুন লাগার ঘটনা ঘটে। এতে করে একটি বসতঘর, একটি মুদি দোকান, লাইব্রেরিয়ান স্টেশনারি এন্ড কম্পিউটারের দোকান পুড়ছে। এতে করে অন্তত ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানান।

 

দীঘিনালা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা পংকজ বড়ুয়া জানান, আজ ভোরে আগুন লাগার সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। ধারনা করা হচ্ছে চুলার আগুন থেকে আগুনে সূত্রপাত ঘটে।

 

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মনের মানুষ আগুনে ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যাওয়ার তথ্য পেয়েছি।