প্রকাশঃ ২১ নভেম্বর, ২০২৪ ০৭:০৫:১৪
| আপডেটঃ ২২ নভেম্বর, ২০২৪ ০৩:৪৭:৩০
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবান পার্বত্য জেলা পরিষদের বিভিন্ন কার্র্যক্রম নতুনভাবে সাজিয়ে বান্দরবানবাসীর উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।
বৃহস্পতিবার ( ২১ নভেম্বর) বান্দরবান প্রেসক্লাবের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎকালে পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই এমন আশাবাদ ব্যক্ত করেন। এসময় নবাগত চেয়ারম্যান বলেন, সকল দলমতের উর্ধে থেকে নিরপেক্ষ একজন চেয়ারম্যান হিসেবে আমি অতীতে এই পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি এবং আগামীতেও বান্দরবানের জনগণের কল্যাণে কাজ করে যাব। এসময় চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই সাংবাদিকদের সৎ ও বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের আহবান জানান এবং জেলা পরিষদের উন্নয়নের গতিকে তরান্বিত করতে যেকোন সুপরামর্শ প্রদানের জন্য সাংবাদিকদের আহবান জানান।
সাংবাদিকদের সৎ লেখনী ও বস্তুনিষ্ট পরামর্শ ও সহযোগিতার মাধ্যমে অনেক ভূল কার্যক্রম থেকে জেলা পরিষদ পরিত্রাণ পাবে এবং এলাকাবাসী উপকৃত হবে বলে এসময় নবাগত চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই আশাবাদ ব্যক্ত করেন। শিক্ষা,স্বাস্থ্য ও উন্নয়নকে প্রাধান্য দিয়ে এলাকাবাসীর উপকারে এগিয়ে গিয়ে সকলের সাথে সহবস্থান নিশ্চিত করে পার্বত্য এলাকার উন্নয়নে কাজ করার পাশাপাশি সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
এসময় বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাবেক সভাপতি মো.ওসমান গণি, সহ-সভাপতি মো.নাছিরুল আলম, সাবেক সাধারণ সম্পাদক মিনারুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এন এ জাকির,কোষাধ্যক্ষ মো.মুছা ফারুকী, কার্যকরী কমিটির নির্বাহী সদস্য কৌশিক দাশ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত: গত ৫আগস্ট সরকার পরিবর্তনের পর থেকে আওয়ামীলীগ সরকার মনোনীত বান্দরবান পার্বত্য পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা এবং ১৪জন সদস্যরা আত্মগোপনে চলে যায়, আর এমন অবস্থায় অন্তবর্তীকালীন সরকার গত ৭ নভেম্বর এক প্রজ্ঞাপন জারীর মাধ্যমে অধ্যাপক থানজামা লুসাইকে চেয়ারম্যান ও ১৪ সদস্য বিশিষ্ট নতুন অন্তবর্তীকালীন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ গঠন করে প্রজ্ঞাপন জারি করে।
এর আগে অধ্যাপক থানজামা লুসাই ২০০৭সালের ১৫ জুলাই থেকে ২০০৯সালের ২৪মে পর্যন্ত বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারমান হিসেবে দায়িত্ব পালন করেছেন।