প্রকাশঃ ২৪ অক্টোবর, ২০২৪ ০৬:১৪:৪৭
| আপডেটঃ ০১ নভেম্বর, ২০২৪ ০৮:২১:৪০
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবান পার্বত্য জেলায় ২৩ হাজার কিশোরীকে টিকাদানের লক্ষ্যমাত্রা নিয়ে শুরু হলো জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধ এইচপিভি টিকাদান কর্মসূচি।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর ) সকালে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন বান্দরবানের জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন।
এসময় বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ লেঃ কর্নেল শাজাহান সিরাজ ভূঁইয়া, সেভেন ফিল্ড অ্যাম্বুলেন্সের অধিনায়ক লে. কর্নেল ডাঃ সরফরাজ হায়দার, পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওছার, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মোঃ আসাদুল্লাহ বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ ও স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে সারা বাংলাদেশে জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধে এই কর্মসূচি পালিত হচ্ছে। বান্দরবানের স্বাস্থ্য বিভাগ এর তথ্যমতে, বান্দরবানের সাত উপজেলায় এবার ২৩ হাজার কিশোরীকে এই টিকাদান কর্মসূচির আওতায় আনা হবে, ইতিমধ্যে ১০ হাজার কিশোরী অনলাইনে রেজিস্ট্রেশন করেছে। আগামী এক মাস ব্যাপী এই কর্মসূচি পালন করা হবে বান্দরবানের বিভিন্নস্থানে।
প্রথম দফায় বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের পঞ্চম থেকে নবম শ্রেণীর কিশোরী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে এই টিকা দেওয়ায় মাধ্যমে বান্দরবানে এই এইচপিভি টিকাদান কর্মসূচির কার্যক্রম শুরু হয়। এদিকে বান্দরবানে বিনামুল্যে এইচপিভি টিকাদান কর্মসূচি শুরু হওয়ায় খুশি অভিভাবক ও শিক্ষার্থীরা।