তিন পার্বত্য জেলা পর্যটকদের ভ্রমণে বিরত থাকার অনুরোধ জেলা প্রশাসনের

প্রকাশঃ ০৭ অক্টোবর, ২০২৪ ১২:১০:০২ | আপডেটঃ ২১ নভেম্বর, ২০২৪ ০২:১৩:৩৩

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। 'অনিবার্য কারণবশত' আগামী অক্টোবর (মঙ্গলবার) থেকে ৩১ অক্টোবর পর্যন্ত রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় পর্যটকদের ভ্রমণ থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সংশ্লিষ্ট জেলা প্রশাসনগণ। 

 

রোববার দুপুরে ( অক্টোবর) জেলা প্রশাসন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অনিবার্য কারণবশত সম্মানিত পর্যটকগণকে আগামী অক্টোবর হতে ৩১ অক্টোবর ২০২৪ পর্যন্ত সমগ্র রাঙামাটি পার্বত্য জেলায় ভ্রমণ থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হল।

 

বিষয়টি নিশ্চিত করে রাঙামাটির জেলাপ্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক আগামী অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত রাঙামাটি জেলায় পর্যটকদের ভ্রমণে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।

 

এদিকে, গত ২৫ সেপ্টেম্বর থেকে রাঙামাটির সাজেক ভ্যালি উপত্যকায় পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করে আসছে প্রশাসন। অক্টোবর থেকে সাজেক ভ্যালিতে অনির্দিষ্টকালের জন্য নিরুৎসাহিকরণের মধ্যেই এবার পুরো জেলায় পর্যটক না আসার অনুরোধ জানাল জেলা প্রশাসন।

 

একই অনুরোধ জানিয়েছেন খাগড়াছড়ি ও বান্দরবান জেলা প্রশাসকদ্বয়।