জুরাছড়িতে দেশ এগিয়ে নিতে শিক্ষকদের মান উন্নয়নের দাবী

প্রকাশঃ ০৬ অক্টোবর, ২০২৪ ০৮:৫৬:২৭ | আপডেটঃ ২১ ডিসেম্বর, ২০২৪ ০৬:১৪:৩৩

সিএইচটি টুডে ডট কম, জুরাছড়ি (রাঙামাটি)। নতুন বাংলাদেশ বির্নিমানে প্রথমে শিক্ষার মান উন্নয়ন শিক্ষকদের মর্যাদা  যথাযথ নিশ্চিতকরণ, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ২য় শ্রেনীর  মর্যাদা প্রদানের জোর দাবি মধ্যে দিয়ে জুরাছড়ি উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।


শনিবার (৫অক্টোবর) শিক্ষকের কন্ঠস্বর: শিক্ষায় নতুন নতুন সামাজিক অঙ্গীকার; মূল প্রতিপাদ্যকে সামনে রেখে  সকালে যক্ষাবাজার  থেকে ্যালি বের করে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করা হয়।  পরে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ভুবন জয় সরকারি উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক শান্তি ময় চাকমার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে একই বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোহাম্মদ আরিফুল মাওলা, পানছড়ি ভুবন জয় সরকারি মডেল  প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিত্যানন্দ চাকমা, খাগড়াছড়ি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক  ধর্মচন্দ্র চাকমা, বনযোগীছড়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক বাসু বিশ্বাস,বনযোগীছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুগত চাকমা, জুরাছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক  দীপন চাকমা উপস্থিত ছিলেন। 

 

আলোচনা সভায় বক্তব্য রাখেন পানছড়ি ভুবন জয় সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সুনীল বরন চাকমা, চুমাচুমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমনা চাকমা, সাপছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিতেন্দ্র চাকমা প্রমূখ।


সভায় বক্তারা মাধ্যমিক বিদ্যালয়ের কোন কর্মকর্তা  কিংবা সরকারি, প্রশাসনিক কর্মকর্তা অনুষ্ঠানে উপস্থিত না তাকায় দুঃখ প্রকাশ করেন বক্তারা।