মুম্বাইয়ে নবীকে নিয়ে কটুক্তি করায় কাউখালীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশঃ ২৭ সেপ্টেম্বর, ২০২৪ ০৭:৩০:৪১ | আপডেটঃ ৩০ ডিসেম্বর, ২০২৪ ০২:২২:১৪

সিএইচটি টুডে ডট কম, কাউখালী (রাঙামাটি)। ব্র্যাক কর্তৃক রাষ্ট্রীয়ভাবে ট্রান্সজেন্ডার এজেন্ডা বাস্তবায়নের নীল নকসা ভারতের মুম্বাইয়ে হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ মন্ত্রী নিশিত রান কতৃক হজরত মুহাম্মদ সা: ইসলামের বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য দেয়ার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে  রাঙামাটি কাউখালীতে বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামিক সংগঠন আল ইন্তিফাদাহ কাউখালী সর্বস্তরের মুসলিম জনতা।

 

শুক্রবার দুপুরে ইসলামিক সংগঠন আল ইন্তিফাদাহ সংগঠনের আয়োজনে কাউখালী কেন্দ্রীয় জামে মসজিদ থেকে জুমার নামাজের পর এই প্রতিবাদ মিছিলটি বের হয়ে কাউখালী সদরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে উপজেলা গোল চত্তরে এসে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য দেন,ইসলামিক সংগঠন আল ইন্তিফাদাহ সংগঠনের সদস্য মো:-নাঈম উদ্দীন (মান্না),মো:-মাসুম। এতে উপস্থিত ছিলেন, মোঃ আলী আকবর রুবেল,মোঃ মানিক,মোঃ মাসুম প্রমূখ।

 

সমাবেশে বক্তারা বলেন,আমরা মুসলমানরা আমাদের নবী হযরত মুহাম্মদ সা তাঁর পরিবারকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। নবীজির জন্য জীবন দিতে লক্ষ লক্ষ নবীপ্রেমিক প্রস্তুত রয়েছেন। নবীজির উত্তম চরিত্রের বর্ণনা দিয়ে আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে আয়াত নাজিল করেছেন। অমুসলিমরা মহানবীর উত্তম আদর্শের প্রশংসা করেছেন যুগে যুগে। মহানবীর অবমাননাকারীদের গ্রেফতার করে সঠিক বিচার না করলে ভারতকে এর চড়া মূল্য দিতে হবে বলে হুশিয়ারী দেন।