সম্প্রীতি বজায় রাখতে বিএনপি নেতাকর্মীদের ভূমিকা রাখার নির্দেশ ওয়াদুদ ভূইয়ার

প্রকাশঃ ১৯ সেপ্টেম্বর, ২০২৪ ১০:০৪:৫৬ | আপডেটঃ ২৩ নভেম্বর, ২০২৪ ০৫:৫২:৩২
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। পাহাড়ি-বাঙালি সম্প্রীতি বজায় রাখতে বিএনপির নেতাকর্মীদের জোরদার ভূমিকা রাখার কঠোর নির্দেশ দিয়েছেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা বিএনপির কার্যালয়ের মিলনায়তনে খাগড়াছড়ি পৌরসভার ৩ নং ওয়ার্ড মহিলা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া।

এসময় ওয়াদুদ ভূইয়া বলেন, পাহাড়ের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় অতীতেও বিএনপি কাজ করেছে। ভবিষ্যতেও কাজ করবে। পাহাড়ি বাঙালি ঐক্য ও একসাথে মিলেমিশে বসবাস করাই বিএনপির মূল আদর্শ বলে মন্তব্য করেন ওয়াদুদ ভূইয়া। কোন ধরণের চক্রান্তে বিএনপির কর্মীরা যাতে পা না দেয় এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের প্রতিরোধ করতেও আহবান জানান তিনি।

বিএনপির প্রত্যেক নেতা কর্মীকে পাহাড়ি-বাঙালি সম্প্রীতি বজায় রাখতে জোরদার ভূমিকা রাখার জন্যেও নির্দেশ দেন ওয়াদুদ ভূইয়া। কোন ধরণের বিশৃঙ্খল কাজের সাথে সম্পৃক্ততা পেলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ারও হুশিয়ারি দিয়েছেন তিনি। সেজন্য নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকারও অনুরোধ জানান।

মতবিনিময় সভায় খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার, যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকু, মোশাররফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।