বান্দরবানে চুরি যাওয়া ৭৪টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার করেছে এপিবিএন

প্রকাশঃ ১৬ সেপ্টেম্বর, ২০২৪ ০৮:৫৭:১৮ | আপডেটঃ ১৯ সেপ্টেম্বর, ২০২৪ ০৯:৫৯:১৭

সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানে বিভিন্ন সময় হারিয়ে চুরি যাওয়া মোবাইল বিকাশে প্রতারিত হওয়া নগদ টাকা উদ্ধার করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন- ২। 

 

সোমবার  (১৬ সেপ্টেম্বর)দুপুরে বান্দরবানের মেঘলা এপিবিএন এর কার্যালয়ে হারিয়ে যাওয়া এসব মোবাইল টাকা মূল মালিকদের নিকট হস্তান্তর করেন এপিবিএন এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি আলী আহাম্মদ খান। এসময় হারিয়ে যাওয়া ৭৪টি মোবাইল ফোন বিকাশে প্রতারিত হওয়া লক্ষ ১৬ হাজার ৫৭০ টাকা প্রকৃত মালিকদেরকে বুঝিয়ে দেয়া হয়। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এপিবিএন, রিয়ার হেডকোয়ার্টার্স, মেঘলা, বান্দরবানের পুলিশ পরিদর্শক সাজেদুল ইসলাম, ক্যাম্প ইনচার্জ পুলিশ পরিদর্শক আল আমীন, অপারেশন শাখার ইনচার্জ এসআই বনিক এবং সাইবার ক্রাইম সেলের ইনচার্জ মো: পলাশ হোসেন। 

 

এপিবিএন এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি আলী আহাম্মদ খান বলেন, দীর্ঘদিন ধরে এপিবিএন পাহাড়ে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি মানুষের চুরি যাওয়া মোবাইল বিকাশ, নগদে প্রতারিত হওয়া টাকা উদ্ধার করে মালিকদের নিকট হস্তান্তর করে আসছে। ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।