বাঘাইছড়িতে প্রয়াত এমএন লারমার জন্মবার্ষিকী পালন

প্রকাশঃ ১৫ সেপ্টেম্বর, ২০২৪ ০৪:৩৪:১৩ | আপডেটঃ ২১ ডিসেম্বর, ২০২৪ ১০:৫০:১৬

সিএইচটি টুডে ডট কম, বাঘাইছড়ি (রাঙামাটি)। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি বাঘাইছড়ি থানা শাখার উদ্যোগে উগলছড়ি মূখ (বটতলা) কমিউনিটি সেন্টারে মানবেন্দ্র নারায়ণ লারমার ৮৫ তম জন্মজয়ন্তী উদযাপন করা হয়।

 

রবিবার (১৫ সেপ্টেম্বর) সকাল দশটায় অনুষ্ঠিত হয়।

 

এতে বাঘাইছড়ি উপজেলার ইউনিয়ন পরিষদদের চেয়ারম্যান, মেম্বার, হেডম্যান, কার্ব্বারী, বিভিন্ন গ্রাম থেকে প্রায় শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

 

এতে সুব্রত চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপৎলাক্ষ চাকমা সদস্য পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেলা কমিটি আলোচক হিসবে উপস্থিত ছিলেন, সুশীল চন্দ্র তালুকদার পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সভাপতি বাঘাইছড়ি থানা শাখা, ত্রিদিপ চাকমা সাবেক সদস্য বাঘাইছড়ি থানা কমিটি, শ্রীমতি লক্ষীমালা চাকমা সভাপতি পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি, বাঘাইছড়ি থানা শাখা, অভিল চাকমা(ইতিময়) সাবেক চেয়ারম্যান বাঘাইছড়ি ইউনিয়ন পরিষদ, শ্রী বিল্টু চাকমা চেয়ারম্যান খেদারমারা ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন পরিষদ, বিশ্বজিৎ চাকমা হেডম্যান প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি পিয়েল চাকমা সভাপতি পিসিপি বাঘাইছড়ি থানা শাখা যুব নেতা সুমেধ চাকমা।

 

মানবেন্দ্র নারায়ণ লারমা (জন্ম: ১৫ সেপ্টেম্বর, ১৯৩৯- মৃত্যু: ১০ নভেম্বর, ১৯৮৩) ছিলেন একজন বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের আদিবাসী জনগোষ্ঠীর নেতা বিশিষ্ট রাজনীতিবিদ। ১৯৯৭ সালে ২রা ডিসেম্বর পার্বত্য চ্ট্টগ্রাম চুক্তির মাধ্যমে তার আন্দোলনের সফলতা অর্জিত হয়।