মানবেন্দ্র নারায়ন লারমার জন্মবার্ষিকী উপলক্ষে কবিতা পাঠের আয়োজন

প্রকাশঃ ১৪ সেপ্টেম্বর, ২০২৪ ০৪:০৪:৫৪ | আপডেটঃ ২৭ ডিসেম্বর, ২০২৪ ০২:১২:১৩
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। "জুম্ম তারুণ্যের  চেতনায় জাগ্রত হোক এম এন লারমার  প্রদর্শিত আদর্শ" এ শ্লোগানকে সামনে রেখে বিপ্লবী নেতা মানবেন্দ্র নারায়ন লারমার ৮৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে রাঙামাটিতে কবিতা পাঠের আয়োজন করা হয়

সকালে শহরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে হিল উইমেন্স ফেডারেশনের উদ্যোগে এ কবিতা পাঠ অনুষ্ঠিত হয়।

কবিতা পাঠের আগে হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি শান্তি দেবী চাকমার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য অ্যাডভোকেট চঞ্চু চাকমা, লেখক গবেষক শিশির চাকমা প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের বসবাসকারী আদিবাসী নিপড়িত মানুষের অধিকার আদায়ে জীবন দিয়ে লড়েছেন মানবেন্দ্র নারায়ন লারমা। তার আদর্শে উজ্জিবিত তরুন প্রজন্মকে অধিকার আদায়ের লড়াইয়ে সামিল হওযার আহবান জানান। একইসাথে দ্রুত পার্বত্য চুক্তি বাস্তবায়ন করার দাবিও জানান বক্তারা।