সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটির বিলাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তার সরকারি মোবাইল নাম্বারটি ক্লোন করে ইউএনও পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকাও চাওয়া হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন বিলাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা।
সোমবার(০৯ সেপ্টেম্বর) দুপুরে ক্লোনের বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসলে উপজেলা প্রশাসনের ফেইসবুক একাউন্ট থেকে একটি সতর্কতামূলক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপজেলা নির্বাহী অফিসার বিলাইছড়ির সরকারি মোবাইল নম্বর (০১৮৯৪৯৫০১১৪) ক্লোন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের সরকারি নম্বর ব্যবহার করে ইউএনও পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা চাওয়া হচ্ছে। সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো। উক্ত নম্বর থেকে কল করে টাকা চাওয়া হলে টাকা না দেয়ার জন্য অনুরোধ করা হলো।
এ বিষয়ে বিলাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা বলেন, সকালে আমার সরকারি নাম্বারটি ক্লোন করে উপজেলা খাদ্য গুদামের কর্মকর্তাকে ফোন করে টাকা চাওয়া হয়েছে। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে এবং থানায় জিডি করা হয়েছে।