বাঘাইছড়িতে জমে থাকা বন্যার পানিতে পড়ে দেড় বছরের শিশুর মৃত্যু

প্রকাশঃ ০৮ সেপ্টেম্বর, ২০২৪ ০৫:৪৬:৫১ | আপডেটঃ ২২ ডিসেম্বর, ২০২৪ ০৫:৩৫:৫৩

সিএইচটি টুডে ডট কম, বাঘাইছড়ি (রাঙামাটি)। রাঙামাটির বাঘাইছড়িতে পানিতে ডুবে সিরাতুল মুনতাহা নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

 

রবিবার ( সেপ্টেম্বর) বেলা ১টার দিকে বাঘাইছড়ি পৌরসভার নং ওয়ার্ডের মুসলিম ব্লক কলেজপাড়া গ্রামে ঘটনা ঘটে। শিশুটি কলেজপাড়া এলাকার মোঃ নুর হোসেনের ছোট মেয়ে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটির মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। সময় সে বাইরে খেলছিল। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা। কোথাও না পেয়ে বাড়ির পাশে জমে থাকা বন্যার পানিতে ভাসতে দেখেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করেন।

 

স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।