খাগড়াছড়িতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মানববন্ধন

প্রকাশঃ ০৪ সেপ্টেম্বর, ২০২৪ ০৮:২৫:২৫ | আপডেটঃ ০৮ অক্টোবর, ২০২৪ ০৯:০০:২২

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে লাগামহীন চাঁদাবাজি লুটপাট সন্ত্রাস অযাচিত হয়রানি অবৈধ দখলদারিত্বের বিরুদ্ধে মানববন্ধন করেছেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বুধবার ( সেপ্টেম্বর) দুপুরে শহরের শাপলা চত্ত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

এতে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অগ্রভাগে নেতৃত্ব দানকারী চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থী, সমন্বয়ক হাবীবুর রহমান সুমন, সমন্বয়ক শামীম আহমেদ, সমন্বয়ক মাহমুদুল হাসান, মো. সায়েম, শিক্ষার্থী আল আমিন, নার্গিস আক্তার, বাধন, জালাল শিক্ষার্থী ফাহিমসহ খাগড়াছড়ির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত অন্যান্য শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।  

 

কোনো দূর্নীতিবাজকে ছাড় দেয়া হবে না। বিভিন্ন দপ্তরে ঘুষ গ্রহণ, সরকারি বিভিন্ন কাজে বাঁধা দিয়ে দলীয় কমিশন বার্ণিজ্য, সিন্ডিকেট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, মিথ্যা মামলায় আসামী করে সাধারণ মানুষকে হয়রানি, চাঁদাবাজিসহ অনৈতিক সব ধরনের অপরাধীদের বিচার হবে বলে হুশিয়ারি দেন বক্তারা।

 

চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী সমন্বয়ক আমিরুল ইসলামের প্রতিবাদী বক্তব্যের মাধ্যমে সমাপ্ত হয় ঘন্টাব্যাপী চলা প্রতিবাদী মানব্বন্ধন। 

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক মো. রফিক হোসেন, সমন্বয়ক মো. আফিকুল ইসলাম, সমন্বয়ক মো. মাহাবুব আলম, মো. রফিক ইসলাম অন্য সমন্বয়করাসহ খাগড়াছড়ি জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত শিক্ষার্থীরা এতে অংশ নেন।