বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাঘাইছড়িতে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

প্রকাশঃ ০১ সেপ্টেম্বর, ২০২৪ ১০:৪০:৫৬ | আপডেটঃ ২৩ ডিসেম্বর, ২০২৪ ০৭:৫৬:৩৯

সিএইচটি টুডে ডট কম, বাঘাইছড়ি (রাঙামাটি)। দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাঘাইছড়িতে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত। 

 

রবিবার ( সেপ্টেম্বর) বিকাল ঘটিকায় বৃহত্তর মুসলিম ব্লক বিএনপি পরিবারের উদ্যোগে মুসলিম ব্লক মাঠে বাঘাইছড়ি পৌরসভা বনাম ইউনিয়ন পরিষদের মধ্য উক্ত খেলাটি অনুষ্ঠিত হয়েছে।

 

এসময় উপজেলা বিএনপির সহ-সভাপতি নুর মোহাম্মদ এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপি সভাপতি মোঃ নিজাম উদ্দিন বাবু,বিশেষ অতিথি, উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওমর আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাবেদুল আলম,পৌর বিএনপি' সাধারণ সম্পাদক রহমতুল্লাহ খাজা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, এবং উপজেলা পৌর বিএনপির সিনিয়র নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

 

উক্ত খেলায় বাঘাইছড়ি পৌরসভা বনাম ইউনিয়ন পরিষদের ম্যাচটি - গোলে ড্র হওয়ায় উভয় দলকে চ্যাম্পিয়ন ঘোষণা করে। খেলা শেষে সকল খেলোয়াড় অতিথিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।