রাঙামাটি শহরে পানিবন্দী মানুষের জন্য যুবদলের ত্রাণ সহায়তা

প্রকাশঃ ৩১ অগাস্ট, ২০২৪ ০৫:৩৩:০০ | আপডেটঃ ১১ নভেম্বর, ২০২৪ ০৯:২৫:৫৮
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটি শহরের পানিবন্দী পরিবারগুলোর মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করেছেন কেন্দ্রীয় যুবদলের সাবেক উপজাতীয় বিষয়ক সম্পাদক মোঃ আব ুসাদাৎ মোহাম্মদ সায়েম। আজ সকালে  রাঙামাটি শহরের তৈয়বিয়া পাহারের প্রায় শতাধিক পাবিবন্দী পরিবার মাঝে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদাজিয়া ও তারেকর হমানের পক্ষে এই ত্রাণ সহায়তা তুলে দেয়া হয়।

এ সময় রাঙামাটি সদও উপজেলা যুবদলের নেতা মোঃসিরাজুল মোস্তফা, যুবদল নেতা মোঃআনোয়ার হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 
পানিবন্দী মানুষের জন্য চালসহ বিভিন্ন শুকনো খাবার বিতরণ করা হয়।

এসময় যুবদল নেতৃবৃন্দ বলেন, গত ৫ আগষ্ট ছাত্র জনতার গণ অভ্যুথানের মধ্যে দিয়ে ১৫ বছরের স্বেরাশাসক শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে পালিয়েছেন, বর্তমান অর্ন্তবর্তীকালীন সরকার দেশ গঠনে কাজ করছে। তাদের সময় দিতে চাই যেন তারা একটি অবাধ ও সুষ্ঠ নির্বাচন উপহার দিতে পারেন।
 
তারা আরো বলেন, দেশে বন্যার্তদের পাশে সরকারের পাশাপাশি বিএনপিও দাঁড়িয়েছে। তারেক রহমানের নির্দেশে যুবদল বন্যায় ক্ষতিগ্রস্তদেও সহযোগিতা করে যাচ্ছে, এটি অব্যাহত থাকবে।