মহালছড়িতে মারমা ঐক্য পরিষদের ২৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশঃ ৩১ অগাস্ট, ২০২৪ ০৩:১৮:০৯ | আপডেটঃ ২২ সেপ্টেম্বর, ২০২৪ ০২:১২:১৬

সিএইচটি টুডে ডট কম , মহালছড়ি (খাগড়াছড়ি)। খাগড়াছড়ির মহালছড়িতে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের দুই যুগপূর্তি উদযাপন হয়েছে। ৩১ আগষ্ট শনিবার সকাল ১০ টায় সিঙিনালা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক কবুতর উড়িয়ে ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ উদ্বোধন করা হয়।


উদ্বোধন করেন বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ এর সদস্য সচিব কংজপ্রু মারমা। এরপর বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ মহালছড়ি শাখার সভাপতি মংনু মারমা'র সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ এর আহবায়ক কমিটির  সদস্য সচিব কংজপ্রু মারমা, সদস্য মংছুপ্রু মারমা,  সদস্য উহলাপ্রু মারমা, দপ্তর সম্পাদক সাথোয়াইপ্রু মারমা, ডলিপ্রু  কার্বারী। শুভেচ্ছা বক্তব্য রাখেন, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ মহালছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক মংশেহ্লা মারমা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মুবাছড়ি মৌজার হেডম্যান খ্যাচিং চৌধুরী, আহবায়ক কমিটির সদস্য  উনুমং মারমা, বাংলাদেশ মারমা ছাত্র ঐক্য পরিষদ এর সাধারন সম্পাদক উচিংহলা মারমা,  সাংগঠনিক সম্পাদক উশ্যেপ্রু মারমা,  মহালছড়ি শাখার সাধারন সম্পাদক থুইসা মারমা।


আলোচনা সভায় বক্তারা বলেন, বিগত স্বৈরাচারী শাসক শেখ হাসিনার আমলে মামলা, হামলা, নির্যাতন সহ্য করে সকল নেতাকর্মী কঠিন সময় পার করতে হয়েছে।  দীর্ঘ ১৭ বছর যাবত ফ্যাসিস্ট সরকারের নির্যাতীত হয়ে আসছে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের নেতা কর্মীরা। আগামিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার করে দেশ গড়ার কাজে এগিয়ে আসার আহবান জানান বক্তারা।