মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে বিশেষ মানবিক সহায়তা ও চিকিৎসা সেবা

প্রকাশঃ ২২ অগাস্ট, ২০২৪ ০৫:১৬:৩৬ | আপডেটঃ ২২ সেপ্টেম্বর, ২০২৪ ০৮:২২:২৮

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। নিয়মিত আর্থ-সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমের অংশ হিসেবে সেনাবাহিনীর খাগড়াছড়ি জেলার মাটিরাঙা জোনের দায়িত্বপূর্ণ এলাকার দুস্থ অসহায় ৯২ পরিবারের মাঝে বিভিন্ন মানবিক সহায়তা দেয়া হয়েছে। 

 

আজ বুধবার সকালে মাটিরাঙা জোনে এই সহায়তা প্রদান করা হয়। বিতরণকৃত সহায়তার মধ্যে রয়েছে চাল, ডাল, চিনি, আটা, ছোলা, লবণ সয়াবিন তেল।

 

প্রধান অতিথি হিসেবে এসব বিতরণ করেন জোন কমান্ডার লে: কর্ণেল কামরুল হাসান। এছাড়া ইসলামপুর এলাকায় একটি যাত্রীছাউনির উদ্বোধন করেন তিনি।

 

এদিকে মাটিরাঙার বাইল্যাছড়িতে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। সাড়ে পাহাড়ি বাঙালি এই চিকিৎসা সেবা নিয়েছেন।