গুইমারায় চলন্ত অবস্থায় বিদেশী ব্রান্ডের গাড়ি পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

প্রকাশঃ ২২ অগাস্ট, ২০২৪ ০২:০৯:৪৪ | আপডেটঃ ২২ সেপ্টেম্বর, ২০২৪ ০৮:২৮:৩৬

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে বিদেশী ব্যান্ডের দামি একটি গাড়ি চলন্ত অবস্থায় পুড়িয়ে দেয়া হয়েছে। গাড়ির নংঢাকা মেট্রো --১৫৭৬৩০। জেলার গুইমারা উপজেলার খাগড়াছড়ি- চট্টগ্রাম সড়কের যৌথখামার এলাকায় মঙ্গলবার মধ্যরাতে এই ঘটনা ঘটেছে বলে আশপাশের লোকজনের ধারণা।


এলাকাবাসীর মতে, গত শনিবার থেকে জেলার সর্বত্র ভারী বৃষ্টিপাত আবার কোথাও বন্যার সুযোগে মানুষের চোখ ফাঁকি দিতে ঢাকা বা চট্টগ্রাম থেকে গাড়িটি খাগড়াছড়ির দিকে যাচ্ছিল। পথিমধ্যে গাড়িটিতে আগুন ধরিয়ে দিলে চিৎকার- চেঁচামেচির মধ্যেই আশেপাশের লোকজন ড্রাইভারসহ দুইজন লোককে পালিয়ে যেতে দেখা যায়। তবে কেও কেও ধারণ করছে গাড়িটি গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে থাকা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা’র।


গুইমারা থানার ওসি আরিফুল আমিন বলেন, রাতে একটি গাড়িতে লাগিয়ে দেয়  অজ্ঞাত দুর্বৃত্তরা। খবর শুনে পুলিশ সদস্য ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি। গাড়িটি পুলিশের হেফাজতে রয়েছে। গাড়ির মালিকানা নিশ্চিত করতে বিআরটিএর নিকট পাঠানো হয়েছে। চালক পালিয়েছে।