রাঙামাটি পৌরসভার দায়িত্ব নিলেন প্রশাসক

প্রকাশঃ ২১ অগাস্ট, ২০২৪ ০১:১৮:৫৫ | আপডেটঃ ২৬ ডিসেম্বর, ২০২৪ ১১:৪৯:২০
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী সকল পৌরসভার মেয়র অপসারণের পর রাঙামাটি পৌরসভার প্রশাসকের দায়িত্ব নিলেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)  নাসরীন সুলতানা। 

সকালে রাঙামাটি পৌরসভায় দায়িত্ব গ্রহণকালে পৌরসভার সদ্য অপসারিত মেয়র আকবর হোসেন চৌধুরীসহ পৌরসভার কাউন্সিল ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

নবনিযুক্ত প্রশাসক ও বিদায়ী মেয়র একে অপরকে ফুল দিয়ে বিদায় ও বরণ করে নেন। 

এসময় সদ্য বিদায়ী আকবর হোসেন চৌধুরী বলেন, সকলের সহযোগীতা নিয়ে পৌরবাসীর জন্য কাজ করে গেছি। সরকারী আদেশ অনুযায়ী অপসারণের প্রজ্ঞাপন মেনেই বিদায় নিচ্ছি। পাশাপাশি পৌরসভার গ্রহণ করা সকল উন্নয়ন কর্মকান্ড চলমান থাকবে বলেও প্রত্যাশা করেন তিনি। 

পরে মেয়রের জন্য নির্ধারিত গাড়িতে না উঠে পাযে হেঁটে সিএনজি অটোরিকশা চেপে পৌরসভা ত্যাগ করেন  সদ্য বিদায়ী মেয়র আকবর হোসেন চৌধুরী।

এসময় পৌরসভায় আবেগঘন পরিবেশ তৈরী হয়।