খাগড়াছড়িতে শিক্ষার্থীদের দেয়াল আলপনাসহ নানা কর্মযজ্ঞ

প্রকাশঃ ১১ অগাস্ট, ২০২৪ ০৭:০৮:২৪ | আপডেটঃ ২৭ নভেম্বর, ২০২৪ ১০:২৩:৩০

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে শিক্ষার্থীদের দেয়াল আলপনা নানা কর্মযজ্ঞ অব্যাহত আছে। সকাল থেকে সদেরর কয়েকটি স্থানে দেয়ালে দেয়ালে গ্রাফিক্স করা হচ্ছে। শহরের মুক্ত মঞ্চ, আদালত সড়কসহ বিভিন্ন পয়েন্টে আঁকা হচ্ছে গ্রাফিতি। সেখানে বৈষম্য বিরোধী, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার নানা চিত্র ফুটে উঠছে।

 

এদিকে, ৩য় দিনের মতো করে আজও সড়কে শৃঙ্খলা ফেরাতে বৃষ্টি উপেক্ষা কাজ করছেন। শিক্ষার্থীদের পাশাপাশি রেডক্রিসেন্টসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা সহযোগিতা করছেন। 

 

এছাড়া বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা মনিটরিং করবেন জানিয়েছেন শিক্ষার্থীরা।