প্রকাশঃ ৩০ জুলাই, ২০২৪ ১১:৩৬:১৫
| আপডেটঃ ২৪ নভেম্বর, ২০২৪ ০৪:২২:৪৯
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ি দীঘিনালায় মেরুং ইউনিয়নের বিগত বন্যায় ক্ষতিগ্রস্থ ৩শত ৪৯ পরিবারদের মাঝে নগদ ছয় হাজার টাকা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুলাই) দুপুর ১২ টায় দীঘিনালার ছোট মেরুং উচ্চ বিদ্যালয় মাঠে এ নগদ ৬ হাজার টাকা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর মধ্যে রয়েছে ১ টি বালতি, ২ লাক্স সাবান, ১ কেজি ডিটারজেন পাউডার, ১ টি স্যানিটারী ন্যাপকিন ও ১ টি নেইল কাটার। ইউকেএইড ও মিনিষ্ট্রি অফ ফরেন এফের্সাস নেদারল্যান্ড এর আর্থিক সহযোগীতায় কারিতাস বাংলাদেশ এর ব্যাবস্থাপনা খাগড়াছড়ির স্থানীয় উন্নয়ন সংস্থা জাবারাং কল্যাণ সমিতি এ জরুরী মানবিক সহায়তার নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করে।
বিতরণ অনুষ্ঠানে মেরুং ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদা বেগম লাকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশিদ।
এ সময় আরো অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী, খাগড়াছড়ি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কেএম ইসমাইল, দীঘিনালা উপজেলার রির্সোস সেন্টারের ইন্ট্রাক্টর মো. মাইন উদ্দিন, ও সুবিধা ভোগীরা।
অনুষ্ঠানে জাবারাং কল্যান সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা জানান, মেরুং ইউনিয়নের বিগত বন্যায় ক্ষতিগ্রস্থ ৩৪৯ পরিবারের মাঝে এ সহযোগীতা দেয়া হচ্ছে।
এর আগে বিভিন্ন সময়ে দীঘিনালা উপজেলার দীঘিনালা, বাবুছড়া, বোয়ালখালী, কবাখালীসহ ৪ টি ইউনিয়নের ৭'শ পরিবারের মাঝে এ নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছিল।