পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি ১৯০০ সালের আইন বাতিলের দাবীতে স্বারকলিপি প্রদান

প্রকাশঃ ১৯ জুলাই, ২০২৪ ১২:৪৬:৫৭ | আপডেটঃ ০১ জানুয়ারী, ২০২৫ ০৯:৪৭:১৫
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি।পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি ১৯০০ সালের আইন বাতিলের দাবীতে প্রধান বিচারপতি বরাবরে স্মারক লিপি দিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।

আজ দুপুরে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ে  রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খানের হাতে স্মারক লিপি তুলে দেন নেতৃবৃন্দ।

এ সময় রাঙামাটি নাগরিক পরিষদের সভাপতি শাব্বির আহমেদ,  সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলায়মান, নাগরিক পরিষদ নেতা কাজী মোহাম্মদ জালোয়া, নাগরিক পরিষদ নেত্রী মোরশেদা আক্তার।

নেতৃবৃন্দ বলেন বাংলাদেশের পবিত্র সংবিধানের সাথে সাংঘর্ষিক ও অসাংবিধানিক ব্রিটিশদের রচিত প্রহসনের উপনিবেশিক কালো আইন পার্বত্য শাসনবিধি ১৯০০ বাতিল করে সমতলের ৬১ জেলার ন্যায় পার্বত্য চট্টগ্রামে বসবাসরত ৫৪ শতাংশ বাঙ্গালী সহ অন্যান্য ক্ষুদ্র নৃ গোষ্ঠী অধিকার নিশ্চিত করার দাবী জানান।