রাঙামাটিতে মেডিকেলে শিক্ষার্থী-ছাত্রলীগ বহিরাগত মুখোমুখি, কাপ্তাইয়ে সংঘর্ষ

প্রকাশঃ ১৭ জুলাই, ২০২৪ ০৬:২৯:৫৩ | আপডেটঃ ১৩ সেপ্টেম্বর, ২০২৪ ০৫:২৯:০৮

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। সারাদেশে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে রাঙামাটি মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। মঙ্গলবার দুপুরে রাঙামাটি মেডিকেল কলেজের অস্থায়ী ক্যাম্পসের ভেতর মানববন্ধন করে শিক্ষার্থীরা।

 

একই সময় মেডিকেল শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা বহিরাগতদের নিয়ে মেডিকেল কলেজের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে। এতে করে দুইদিকের মুখোমুখি অবস্থানের ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে।

 

এসময় আন্দোলকারীরা প্রধান ফটকের বাহিরে আসতে চাইলে ছাত্রলীগ তাদের বাধা দেয়। বাধার মুখে কলেজের ভিতরেই মানববন্ধন করে শিক্ষার্থীরা।মুখোমুখি অবস্থানে উত্তেজনা এড়াতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়ন করা হয়। কর্মসূচি নিয়ে উত্তেজনা ছড়ালেও অনাকাঙ্খিত কোনো ঘটনা ঘটেনি।

 

মানববন্ধনে আন্দোলনকারীরা বলেন, দ্রুত কোটা সংস্থারের দাবি মেনে নিয়ে কোট সংস্কার করে হামলায় যারা জড়িত তাদের দৃষ্টান্তমুলক শাস্তি নিশ্চিত করতে হবে।

 

এদিকে, রাঙামাটির কাপ্তাই উপজেলায় অবস্থিত সুইডিশ হিসেবে পরিচিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে। এসময় সুইডিশের শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে বেরিয়ে কাপ্তাই নতুনবাজার এলাকায় বিক্ষোভ করে।

 

স্থানীয়রা জানায়, দুপুর আড়াইটার দিকে সুইডিশের কোটা শিক্ষার্থীরা নতুন বাজারে অবস্থানকালে ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষ বাধে। এতে দুই পক্ষের চারজন আহতের খবর পাওয়া গেছে।

 

কাপ্তাই উপজেলা ছাত্রলীগ সভাপতি রফিকুল ইসলাম সুমন জানান, নতুন বাজারে স্থানীয়দের ওপর আন্দোলনকারী হামলা চালায়। পরে স্থানীয়রাসহ তাদের নিবৃত্ত করা হয়। ছাত্রলীগের নেতাকর্মীরাও আহত হয়েছেন।

 

রাঙামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ জানান, রাঙামাটি মেডিকেল কলেজ সুইডিশে শিক্ষার্থীরা কোটা সংস্কারের আন্দোলনের ঘটনায় তাদের প্রতিক্রিয়া জানায়। তবে সুইডিশের শিক্ষার্থীরা কাপ্তাই নতুন বাজার এলাকায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলার চেষ্টা স্থানীয় ব্যবসায়ীরা তাদের নিবৃত্ত করার চেষ্টা করে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করেছে।

সুইডিশের আন্দোলনকারী শিক্ষার্থীরা জানায়, দুপুরে সড়ক অবরোধ করে সুইডিশের শিক্ষার্থীরা অনেকেই ক্যাম্পাসে ফিরে আসে। পরে দুইটার দিকে খবর পাই আমাদের শিক্ষার্থীরা যারা কাপ্তাই নতুন বাজারে অবস্থান করছিল; তাদের ওপর স্থানীয় ছাত্রলীগ হামলা চালিয়েছে। শুরু থেকেই লোকাল ছাত্রলীগ আমাদের শিক্ষার্থীদের ওপর ইটপাটকেল মারতে থাকে। ঘটনায় আমাদের -১০ শিক্ষার্থী আহত হয়েছেন।