কেন্দ্রীয় যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে রাঙামাটিতে অভিনন্দন মিছিল

প্রকাশঃ ১৭ জুলাই, ২০২৪ ০৬:২৪:৫১ | আপডেটঃ ১৭ জানুয়ারী, ২০২৫ ০১:৪৩:২২

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। কেন্দ্রীয় যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে রাঙামাটিতে অভিনন্দন মিছিল সমাবেশ করেছে রাঙামাটি পৌর যুবদল। মঙ্গলবার বিকালে কাঠালতলী আলম ডকইয়ার্ড এলাকা থেকে অভিনন্দন মিছিল শুরু হয়ে জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়।

 

মিছিল শেষে পৌর যুবদলের আহবায়ক সিরাজুল মোস্তফার সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

সমাবেশে বক্তারা, ঘোসিত কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন দেশের মানুষ ভালো দেশনেত্রী আটকিয়ে বিএনপির নেতাকর্মীদের মামলা দিয়ে বর্তমান সরকার গণতন্ত্রকে হত্যা করেছে। দ্রুত খালেদা জিয়াকে মুক্তির দাবিও জানান বক্তারা।

 

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবনির্বাচিত কেন্দ্রিয় কমিটি ঘোষণা করায় রাঙামাটি রাঙামাটি জেলা যুবদলের যুগ্ন সাধারন সম্পাদক শহর যুবদলের আহবায়ক সিরাজুল মোস্তফা,নেতৃত্বে সঞ্চালনায় শহর যুব দলের  সদস্য সচিবও জেলা যুবদলের প্রচার সম্পাদক - কামাল উদ্দীনের, পরিচালনায় এতে উপস্থিত ছিলেন জেলার সহ-সভাপতি জাফর উদ্দীন টুনু, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব সাজ্জাদ হোসেন রহিম যুগ্ম-সম্পাদক মোহাম্মদ আলী স্বপন, গণশিক্ষা বিষয়ক সম্পাদক শাহ আলম, সহ-ক্রীড়া জাহাঙ্গীর আলম, জেলা যুবদলের সদস্য- রজব আলী, জয়নাল আবেদীন ঝন্টু, নিজাম উদ্দীন, ফজলুর রহমান, মো. সোহাগ, এতে আরো প্রস্তুত ছিলেন নানিয়ারচর উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ আলী, যুগ্ম আহবায়ক মো. রিয়াজ, শহর শাখার সদস্য মো. খোরশেদ সহ,,বিভিন্ন ওয়ার্ড সদর ইউনিয়ন পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ।