রাঙামাটির কাউখালীতে কৃষি উপকরণ বিতরণ

প্রকাশঃ ১৬ জুলাই, ২০২৪ ০৩:১৪:৫২ | আপডেটঃ ১৭ জানুয়ারী, ২০২৫ ০৪:০০:০৩

সিএইচটি টুডে ডট কম, কাউখালী (রাঙামাটি)। কাউখালী কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় কাউখালী উপজেলার ঘাগড়া ব্লকের চেলাছড়া গ্রামে "পুষ্টি গ্রাম" কর্মসূচির আওতায় পুষ্টি সম্মৃদ্ধ নিরাপদ ফসল উৎপাদন প্রদর্শনীর উপকরণ বিতরণের উদ্বোধন করা হয়েছে।

 

সোমবার কাউখালী উপজেলার ঘাগড়ার চেলাছড়া এলাকাতে কৃষি অধিদপ্তরের ব্যবস্থাপনায়, কাউখালী কৃষি অফিসের তত্তাবধানে উপকরণ গুলো বিতরণ করা হয়। পুষ্টি গ্রাম কর্মসূচির আওতায় চেলাছড়া গ্রামের ৭৮ টি পরিবারের মাঝে সবজি বাগান, ১০ টি পরিবারের মাঝে মিশ্র ফল বাগান প্রদর্শনীর উপকরণ বিতরণ করা হয়।

 

৭৮ টি পরিবারের প্রত্যেককে বিভিন্ন মৌসুমের সবজি বীজ, চারা, ফলদ, ভেষজ, মসলাজাতীয়, ঔষধি গাছের চারা, রাসায়নিক ভার্মি কম্পোস্ট সার, পানির ঝাঝড়ি, নেট, ফেরোমন ফাঁদ লিউর, বাঁশ প্রভৃতি উপকরণ তুলে দেয়া হয়।

 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার মো. রাসেল সরকার,ঘাগড়া ব্লকের এসএএও সংকর তালুকদার, চেলাছড়ার কার্বারি পূর্ণবিকাশ চাকমা উপকারভোগী গণ।