প্রকাশঃ ১৪ জুলাই, ২০২৪ ০৪:৩৫:০৪
| আপডেটঃ ১৭ জানুয়ারী, ২০২৫ ০৭:৪৬:৫০
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের তালুকদারপাড়া নামক প্রত্যন্ত পাহাড়ি গ্রামে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উৎসবে পরিণত হয়েছে। এতে অগণিত নারী-পুরুষ দর্শকের ঢল নামে।
শুক্রবার (১২ জুলাই) তালুকদারপাড়া উচ্চবিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে তালুকদারপাড়া একাদশকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়নশিপ হয়েছে উলটাপাড়া একাদশ।
আয়োজকরা জানান, ওই এলাকার স্থানীয়রা গ্রীস্মকালীন ফুটবল টুর্নামেন্ট-২০২৪ আয়োজন করেন। এতে আশপাশের ১৪টি গ্রামের দল অংশ নেয়। উলটাপাড়া বনাম তালুকদারপাড়া একাদশ ফাইনাল খেলে। প্রতিটি ম্যাচের খেলা দর্শকদের মাতিয়েছে।
ফাইনাল খেলায় দর্শকদের উপচেপড়া ভির জমে। শুক্রবার বিকাল ৪টায় খেলা শুরু হয়ে বিরতিসহ শেষ হয় পৌণে ৬টার দিকে। এ সময় টুর্নামেন্ট কমিটির সভাপতি চিত্ত রঞ্জন তালুকদার, ঘাগড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য মনিন্দ্র তালুকদার, সুকুমার কারবারি, অমৃত লাল তালুকদার কারবারি, সাধন বিকাশ চাকমা কারবারিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও হাজার দর্শকের উপস্থিতি ঘটে। নামে দর্শকদের উৎসবের বন্যা।