রাঙামাটিতে যুবলীগের সদস্য সংগ্রহ,নবায়ন ও কর্মীসভা অনুষ্ঠিত

প্রকাশঃ ১২ জুলাই, ২০২৪ ০৫:১৯:৪৯ | আপডেটঃ ১৮ জানুয়ারী, ২০২৫ ০৪:৫৬:২৩

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটিতে  আজ বাংলাদেশ আওয়ামীল যুবলীগ জেলা কমিটির উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ, নবায়ন কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় দলীয় কার্যালয়ে জেলা যুবলীগ সভাপতি মো: আকবর হোসেন চৌধুরীর সভাপতিত্বে সাধারন সম্পাদক নুর মোহাম্মদ কাজলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জেলা আওয়ামীলীগ সভাপতি দীপংকর তালুকদার এমপি।


সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ স্বাস্থ্য জনসংখ্যা বিষয়ক সম্পাদক ঝিনুক ত্রিপুরা, সদস্য আশীষ কুমার চাকমা নব, জেলা যুবলীগ যুগ্ম সম্পাদক জেলা পরিষদ সদস্য বিপুল ত্রিপুরা, সহ-সভাপতি মো: শফিউল আজম, ফজলুল হক, শহর যুবলীগের সভাপতি মো: আবুল খায়ের রাফি প্রমুখ।


সভা শেষে যুবলীগের নতুন সদস্য সংগ্রহ নবায়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়।