খাগড়াছড়িতে সেনা রিজিয়নের উদ্যোগে আর্থিক অনুদান বিতরণ

প্রকাশঃ ১১ জুলাই, ২০২৪ ০১:২৩:২০ | আপডেটঃ ১৬ সেপ্টেম্বর, ২০২৪ ০৬:০৪:১৪

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ি পার্বত্য জেলাকে শান্তি,সম্প্রীতি স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে খাগড়াছড়ি সেনা রিজিয়ন নিয়মিতভাবে বিভিন্ন ধরনের মানবিক জনকল্যাণমূলক কর্মসূচী পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় খাগড়াছড়ি সেনা রিজিয়নের উদ্যোগে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

 

বুধবার (১০ জুলাই) সকালে খাগড়াছড়ি সেনা রিজিয়ন সদর দপ্তরে এই আর্থিক অনুদান প্রদান করেন ২০৩ পদাতিক ব্রিগেড খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোঃ আমান হাসান।

 

সময় চিকিৎসার জন্য ১০ জন অস্বচ্ছল রোগী,দারুল আইতাম (এতিমখানা) এতিমদের খাবার সংরক্ষণের জন্য ১টি ফ্রিজ,আলোকিত পাহাড় পত্রিকা অফিস সংস্কার,লাইব্রেরি সংস্কার এবং হত দরিদ্র পরিবারের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে ২লক্ষ ৫৪ হাজার ' ৯০ টাকা আর্থিক অনুদান বিতরণ করা হয়।

 

সময় খাগড়াছড়ি রিজিয়নের ডিকিউ মেজর রেজাউল করিম ইবনে রশিদ, বিএম মেজর সাদাত রহমান, জিএসও- (আই) মেজর জাবির সোবহান মিয়াদ, ক্যাপ্টেন রাফিদ মাওলা সাকিবসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।