লংগদুতে রিমালে ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষি প্রণোদনা

প্রকাশঃ ০৯ জুলাই, ২০২৪ ০১:০৮:৫৫ | আপডেটঃ ১৮ জানুয়ারী, ২০২৫ ০১:৫৬:১৯

সিএইচটি টুডে ডট কম, লংগদু (রাঙামাটি)। সম্প্রতি ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় পার্বত্য জেলা রাঙ্গামাটির লংগদু উপজেলার ৪৮০জন কৃষককে বিনামূল্যে সরকারি কৃষি প্রণোদনার বীজ সার বিতরণ করা হয়েছে।

 

সোমবার ( জুলাই) সকাল ১০টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস কার্যালয় প্রাঙ্গণে উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলামের সভাপতিত্বে বীজ সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিক্রম চাকমা বলি।

 

এসময় আরো উপস্থিত ছিলেন লংগদু কৃষি অফিসের উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রতন চৌধুরী, বিভিন্ন ব্লকের দায়িত্বে থাকা উপ সহকারী কৃষি কর্মকর্তাসহ উপকারভোগী প্রান্তিক কৃষকরা।

 

লংগদু উপজেলা কৃষি কমকর্তা জাহিদুল ইসলাম জানান, উপজেলার কালাপাকুজ্জ্যা ইউনিয়নে আমন চাষাবাদ যোগ্য না হওয়ায় অপর ৬টি ইউনিয়নের ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত ৩৬০জন কৃষক সাধারণ ১২০জন প্রান্তিক কৃষককে কেজি করে ধান বীজ ১০ কেজি করে ডিএপি এবং এমওপি সার বিনামূল্যে দেয়া হয়েছে।