নারী পাচার চক্রের সদস্যদের শাস্তির দাবীতে রাঙামাটিতে মানববন্ধন

প্রকাশঃ ০৫ জুলাই, ২০২৪ ০৪:৫৭:৪৬ | আপডেটঃ ২১ অক্টোবর, ২০২৪ ০১:৪০:৫৯
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। পাহাড় থেকে নারী পাচারের অভিযোগে গ্রেফতারকৃত তিন পাচার চক্রের সদস্যদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে আজ বৃহস্পতিবার রাঙামাটিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

জেলা প্রশাসন কার্যালয় চত্বও সামনে মানববন্ধন চলাকালে অন্যান্যও মধ্যে বক্তব্যে দেন হিরলাল চাকমা,অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা বিজয়চাকমা, উন্নয়ন কর্মী সুভাশীষ চাকমা,কিকো দেওয়ান, কলেজ ছাত্র উচিমং মারমা। এসময় ব্যানার ফেস্টুন নিয়ে নারী-পুরুষ অংশ নেন।

বক্তারা ঢাকায় গ্রেফতারকৃত নারী পাচারকারী চক্রের সদস্য সজীব চাকমা, মামিয়া চাকমা ও জেসি চাকমার দৃষ্টান্ত মূলক শাস্তি ও  পাচারের সাথে জড়িত গড ফাদারদের  আইনের আওতায় আনার দাবী জানান।

উল্লেখ্য, গেল ২৭ জুন বাঘাইছড়ি থানায় সজীব চাকমা, মামিয়া চাকমা ও জেসি চাকমার বিরুদ্ধে নারী পাচারের অভিযোগে একটি মামলা দায়ের করে ভুক্তভোগী পরিবার। গেল বুধবার রাতে ঢাকার উত্তরা এলাকার একাধিক বাড়ী থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।






Error
Whoops, looks like something went wrong.