বাঘাইছড়িতে বন্যার পানিতে ভেসে গিয়ে শিক্ষাথী নিখোজ

প্রকাশঃ ০৩ জুলাই, ২০২৪ ০৭:০৪:৫৪ | আপডেটঃ ২০ অক্টোবর, ২০২৪ ০২:৪০:৪৫

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় রাস্তা পার হতে গিয়ে বন্যার পানির স্রোতে ভেসে গিয়ে এক শিক্ষাথী নিখোজ হয়েছে।  মঙ্গলবার বিকালের দিকে ঘটনা ঘটেছে। নিখোজ শিক্ষাথীর  নাম কৃতিত্ব চাকমা। সে বাঘাইছড়ি উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেনীর ছাত্র।


জানা গেছে, গেল কয়েক দিনে টানা বর্ষনে উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে কাচালং নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমায় প্রবাহিত হয়। এতে  বাঘাইছড়ি উপজেলা সদরের অধিকাংশ নিম্নাঞ্চল প্লাবিত হয়। মঙ্গলবার বিকালে উপজেলার বাঘাইছড়ি আবাসিক এলকায়   কৃতিত্ব চাকমা তার বন্ধুদের সাথে নিয়ে বন্যার পানি দেখতে যায়। পরে  বাড়ী ফেয়ার পথে রাস্তায় পার হতে গিয়ে পা পিছলে  স্রোতের পানিতে  পড়ে নিখোজ হয়। পরে তাকে তার বন্ধুসহ অন্যান্যরা খোজাখুজির পরও তার সন্ধান পায়নি।  নিখোজ শিক্ষাথী বাঘাইছড়ি গ্রামের ৩নং ওয়ার্ডের মিল্টন চাকমার ছেলে।


বাঘাইছড়ি পৌর সভার ৯নং ওযার্ডের  কাউন্সিলার  মিঠেল চাকমা রিকো জানান, স্রোতের পানিতে  ভেসে গিয়ে এক শিক্ষাথী নিখোজ হয়েছে।  স্থানীয়  লোকজন তাকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

 

বাঘাইছড়ি থানার ওসি ইসতিয়াক আহমেদ জানান, বন্যার  স্রোতের পানিতে  ভেসে  গিয়ে এক শিক্ষাথী  নিখোজ হয়েছে বলে শুনেছি। ঘটনাস্থলে পুলিশের একটি টিম গেছে। তারা ফিরে আসলে বিস্তারিত জানা যাবে।