টানা বর্ষণ ও উজানের নেমে আসা পানিতে বাঘাইছড়ির নিম্নাঞ্চল প্লাবিত

প্রকাশঃ ০৩ জুলাই, ২০২৪ ০২:০৫:৩২ | আপডেটঃ ১৯ জানুয়ারী, ২০২৫ ০২:১৯:১৭

সিএইচটি টুডে ডট কম, বাঘাইছড়ি (রাঙামাটি)। টানা কয়েকদিনের ভারী বর্ষণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। 


মঙ্গলবার ( জুলাই) সকাল থেকে কাচাংল নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হয়।

এতে বাঘাইছড়ি উপজেলা সদর, বাগেরহাট, মাচালং, বঙ্গলতলী, বারবিন্দু ঘাট, মাস্টারপাড়া, পশ্চিম মুসলিম ব্লক, লাইল্যা ঘোনা, উলুছড়ি, এফ ব্লক, রূপকারি পুরাতন মারিশ্যা গ্রাম প্লাবিত হয়েছে।


বাঘাইহাট সাজেক রাস্তায় কোমর সমান পানি হওয়ায় সাজেকে আটকে পড়েছে শতাধিক পর্যটক।

 

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার বলেন, টানা বর্ষণের কারণে উপজেলার বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। ইতি মধ্যে আমি বেশ কিছু গ্রামে সরেজমিনে পরিদর্শন করে এসেছি। উপজেলায় ৫৫টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। ক্ষতিগ্রস্তদের আশ্রয়কেন্দ্রে আসার অনুরোধ জানান। অন্যদিকে সাজেকে আটকা পড়া পর্যটকদের নিরাপদ স্থানে অবস্থান নেওয়ার ব্যবস্থা গ্রহণ করেন। তিনি আরো বলেন, তাদের যেন নিরাপদ আবাসন এবং খাদ্য সংকট না হয় সে জন্য উপজেলা প্রশাসন এর পক্ষ থেকে ব্যবস্থা নেয়া হয়েছে।

 

ইতিমধ্যে মানুষ নিরাপদ স্থানে গবাদি পশুপাখি নিয়ে আশ্রয় নিচ্ছেন।