টানা বর্ষণে বাঘাইছড়ির নিম্নাঞ্চল প্লাবিত, খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র

প্রকাশঃ ০২ জুলাই, ২০২৪ ০৬:৫২:১৫ | আপডেটঃ ১৯ জানুয়ারী, ২০২৫ ০৫:২৯:২২

সিএইচটি টুডে ডট কম, বাঘাইছড়ি (রাঙামাটি)। টানা ভারী বৃষ্টিপাতে পাহাড়ি ঢলে রাঙামাটির বাঘাইছড়ির নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পরিস্থিতি সামাল দিতে খোলা হয়েছে ৫৫টি আশ্রয়কেন্দ্র। এছাড়া রাঙামাটির বাঘাইছড়ির মারিশ্যা-দিঘিনালা সড়কে রয়েছে পাহাড় ধসের সম্ভবনা।

 

টানা দিন ভারী বৃষ্টিপাতের কারণে কাচালং নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বাঘাইছড়ি উপজেলা সদর, বারবিন্দু ঘাট, মাষ্টার পাড়া, পশ্চিম মুসলিম ব্লক, লাইল্যা ঘোনা, উলুছড়ি, এফ ব্লক, রুপকারি পুরাতন মারিশ্যা গ্রাম প্লাবিত হতে শুরু করেছে।

 

অন্যদিকে বন্যার পানিতে ধীরে ধীরে তলিয়ে যা যাচ্ছে চাষা জমি, ক্ষতির সম্মুখীন হচ্ছে চাষিরা।

 

বন্যার সম্ভবনায় নিম্নাঞ্চলের মানুষজন আশ্রয় কেন্দ্রে, আত্মীয় স্বজনের বাড়িতে (উচু স্থানে) আশ্রয় নেওয়া শুরু করেছে। গবাদি পশুপাখি নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে।

 

উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার বলেন, টানা বৃষ্টিপাতের ফলে বাঘাইছড়ির নিন্মাঞ্চল প্লাবিত হতে পারে ইতিমধ্যে উপজেলার সকল আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে নিন্মাঞ্চলের লোকদের আশ্রয়কেন্দ্রে নিরপদে অবস্থানের জন্য আহবান করা হয়েছে এবং বন্যার্তদের সহযোগিতায় উপজেলা প্রশাসনের সব ধরনের প্রস্তুতি রয়েছে।