পাহাড় ধসে বান্দরবান রুমা সড়ক যোগাযোগ বন্ধ

প্রকাশঃ ০২ জুলাই, ২০২৪ ০১:৪৩:৪৫ | আপডেটঃ ২৪ নভেম্বর, ২০২৪ ১১:২০:২৩
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। দুই দিনের টানা বর্ষণে পাহাড় থেকে মাটি ধসে সড়কের উপর পড়ে বান্দরবানের সাথে রুমা উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

সোমবার (০১ জুলাই) দুপুরে রুমা-বান্দরবান সড়কের দলিয়ান পাড়া এবং খুমী পাড়া নামক দুইটি স্থানে পৃথক পৃথকভাবে মাটি ধসে সড়কে জমে থাকায় এই সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।

এদিকে সড়ক যোগাযোগ বন্ধ হওয়ায় পরপরই সড়টি সচল করতে বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেসের  জেলা ও রুমা উপজেলার ২টি ইউনিট একসাথে কাজ শুরু করছে।

বান্দরবানের রুমা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুইদিনের টানা বৃষ্টিপাতের কারনে পাহাড়ের মাটি ধসে পড়েছে বান্দরবান রুমা সড়কের ২টি স্থানে, আর  এর ফলে রুমার সাথে বান্দরবানের সড়ক যোগাযোগ সাময়িক বন্ধ রয়েছে,তবে সড়ক যোগাযোগ স্বাভাবিক করতে সেনাবাহিনীর ২৬ ইসিবির সদস্য এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা কাজ করছে। দ্রুত সময়ের মধ্যে সড়কটি আবার সচল করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।